এগিয়ে বাংলা, ৯ উইকেটে পরাস্ত ঝাড়খণ্ড
এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
রঞ্জি ট্রফির প্রথম কোয়ার্টার ফাইনালে ঝাড়খণ্ডের বিরুদ্ধে ৯ উইকেটে জয়লাভ করেছে বাংলা ক্রিকেট দল। এই ম্যাচে বাংলার বোলার আকাশ দীপ দুর্দান্ত পারফরম্যান্স করলেন। তিনি প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসেও জোড়া উইকেট শিকার করেছেন। দ্বিতীয় ইনিংসে ঝাড়খণ্ড তোলে ২২১ রান। বাংলার সামনে মাত্র ৬৭ রানের লক্ষ্য দেয় মহেন্দ্র সিংহ ধোনির রাজ্য। এ বার ৩ উইকেট আকাশ ঘটকের। যে ম্যাচ জিততে খুব বেশি অসুবিধা হল না বাংলার।
নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।