ক্রীড়া

ইরানি ট্রফিতে দল নির্বাচন নিয়ে বিস্মিত বাংলার কোচ লক্ষ্মীরতন

অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ

ইরানি ট্রফিতে গতবারের রঞ্জি চ্যাম্পিয়ন মধ্যপ্রদেশের মুখোমুখি অবশিষ্ট ভারত। ম্যাচের প্রথম দিন চালকের আসনে অবশিষ্ট ভারত। তবে অবশিষ্ট ভারতের প্রথম একাদশ নির্বাচন নিয়ে জোরাল প্রশ্ন তুললেন বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্ল।

অবশিষ্ট ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন রঞ্জি ট্রফিতে রানার্স বাংলা দলের চারজন ক্রিকেটার। অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, মুকেশ কুমার ও আকাশ দীপ। চারজনের মধ্যে ম্যাচে খেলানো হচ্ছে শুধু অভিমন্যু ও মুকেশকে। রিজার্ভ বেঞ্চে বসতে হয়েছে আকাশ দীপ ও সুদীপ ঘরামিকে। যা নিয়ে ক্ষুব্ধ লক্ষ্মীরতন।

বাংলার কোচ বলেছেন, ‘অবাক করা দল নির্বাচন। বাংলার ছন্দে থাকা ব্যাটার সুদীপ ঘরামি রঞ্জি ট্রফিতে আটশোর ওপর রান করেছে। পেসার আকাশ দীপ চল্লিশের বেশি উইকেট নিয়েছে। আর তারা কিনা মধ্যপ্রদেশের বিরুদ্ধে ইরানি ট্রফির ম্যাচে সুযোগ পেল না!’ এদিন সেঞ্চুরি করেন বাংলার অভিমন্যু ঈশ্বরণ।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।