ফিচাররাজ্য

শিলিগুড়ির প্রশাসনিক সভা থেকে বনধ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

এনএফবি, শিলিগুড়িঃ

“বাংলায় আর বনধ হবে না, আমরা বনধের সমর্থন করিনা। যদি কেউ বনধ করে তাহলে প্রশাসন রেয়াত করবে না”- শিলিগুড়ির সভা থেকে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সভা থেকে কড়া বার্তা দেন। অপরদিকে রাজনৈতিক সংঘাতের মধ্যেই মঙ্গলবার উদ্বোধন হল কোচবিহার-কলকাতা বিমান পরিষেবার। উদ্বোধন নিয়ে ক্ষোভ উগরে দিয়ে মমতা বন্দোপাধ্যায় বলেন কোচবিহার বিমানবন্দর তৈরির জন্য প্রয়োজনীয় সব কাজ করে দিলাম।আড়াই-তিনশো কোটি টাকা খরচ করে যাবতীয় ব্যবস্থা করে দিলাম। আর এখন বিজেপি বিধায়করা সেই বিমানে উঠে ঘুরে বেড়ালেন। এরপরই প্রশ্ন তোলেন, ন’জন করে যাতায়াত করা যাবে এই বিমানে। কী লাভ আছে? বাগডোগরা বিমানবন্দরকে ঢেলে সাজানো হয়েছে।বালুরঘাট, পুরুলিয়া থেকে মালদহে বিমানবন্দর তৈরি হয়েছে। রাজ্যে ২৭টি হেলিপ্যাড তৈরি হয়েছে। কিন্তু এসব সত্ত্বেও রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার চেষ্টা করছে বিজেপি। মানুষ বিপদে পড়লে আমি কিন্তু ছেড়ে কথা বলব না। সরকারি কর্মীরাও আমার বন্ধু। সরকারি কর্মীরা ভাল থাকলে আমরাও ভাল থাকব। কেন্দ্র ১০০ দিনের টাকা দিচ্ছে না গরীব লোকেরা কাজ করেছে। আমরা তাও নিজেদের টাকা দিয়ে ৪০ লক্ষ জব কার্ড হোল্ডারদের কাজ দিয়েছি।