জেলাফিচার

[:en]সাগরদীঘিতে প্রতিহিংসার অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ কংগ্রেসের[:]

[:en]

এনএফবি, মুর্শিদাবাদঃ

রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ভাতা পরিষেবা প্রাপকরা পাচ্ছে না- বলে অভিযোগ তুলে সাগরদীঘি বিডিও অফিসের সামনে বৃহস্পতিবার বিক্ষোভ দেখাল কংগ্রেসের। এ দিনের এই বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী।

প্রদেশ কংগ্রেস সভাপতি সংবাদমাধ্যমের সামনে জানান, সাগরদীঘি বিধানসভা উপনির্বাচনে হেরে গিয়ে প্রতিহিংসা চরিতার্থ করছে সরকার। তাঁর দাবি, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, আবাস যোজন সহ বিভিন্ন ভাতা নিয়ে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। দু’ মাস ধরে বন্ধ করে দেওয়া হয়েছে লক্ষীর ভান্ডারের টাকা।

এ দিনের কংগ্রেসের অবস্থান বিক্ষোভ কর্মসূচিতে অধীর ছাড়াও উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের নেতৃবৃন্দ।

[:]