অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
ভারতের বিরুদ্ধে প্রথম টেস্ট হারের পরে অবসর নিলেন দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক কুইন্টন ডি কক। টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি। পরিবারের সঙ্গে বেশি সময় কাটানোর জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলে জানাযায়।
দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৪টি টেস্ট খেলেছেন ডি’কক। করেছেন ৩৩০০ রান। রয়েছে ৬টি শতরান। উইকেটের পিছনে দাঁড়িয়ে নিয়েছেন ২২১টি ক্যাচ। ১১টি স্টাম্পও করেছেন তিনি। তবে সাদা বলের ক্রিকেট খেলবেন ডি কক।