অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ
টানা তিন ডার্বিতে হারের লজ্জার হ্যাটট্রিক করল লাল-হলুদ। এদিন গোয়ায় ১২ মিনিটের মাথায় গোল করে এটিকে সবুজ-মেরুন কে এগিয়ে দিয়েছিলেন রয় কৃষ্ণ। সেই গোলের রেশ কাটতে না কাটতেই ফের গোল। এবার মনবীর সিং। মুহুর্মুহু আক্রমণে তখন দিশেহারা লাল-হলুদ রক্ষণ। গত মরসুমে সবুজ-মেরুন এর হয়ে খেলা লাল হলুদের অরিন্দম ভট্টাচার্য কী করবেন বুঝেই উঠতে পারছেন না।
২২ মিনিটে ব্যবধান বাড়ায় সবুজ-মেরুন, এবার গোল করেন লিস্টন কোলাসো। তখন মনে হচ্ছিল, যে পাঁচ গোলের খরা সবুজ-মেরুন কাটাবে, কিন্তু সেটা হল না। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় লাল-হলুদ ব্রিগেড। এবার তারা গোলের মুখ খুলতে দেয় নি গোল খায়ও নি। তবে লাল-হলুদ দল নিয়ে এবারেও প্রশ্ন উঠল।