অবশেষে স্বস্তি বাগানে সরল এটিকে নাম

অঞ্জন চট্টোপাধ্যায়, এনএফবিঃ

মোহনবাগানে অকাল বসন্ত। বাড়তি বোনাস বললেও কম বলা হয়। ক্লাব আইএসএল জেতার সঙ্গে সঙ্গে এটিকে মোহনবাগান কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা ঘোষণা করে দিলেন যে এটিকে নাম সরে যাচ্ছে। পরের মরসুম থেকে ক্লাব মোহনবাগান সুপার জায়ান্টস নামেই আইএসএলে নামে। ফলে খুশির স্রোত বাগানে। প্রসঙ্গত ২০২০ সালে মোহনবাগানের সঙ্গে এক হয় তিন বারের আইএসএল চ্যাম্পিয়ন এটিকে। এরপরই ক্লাবের নামের আগে অন্য ক্লাবের নাম থাকায় বাগান সমর্থকরা ক্ষোভ বিক্ষোভ দেখান। সঞ্জীব গোয়েঙ্কার সিইএসসি অফিস থেকে শুরু করে যুবভারতী সব জায়গায় রিমুভ এটিকে স্লোগান শোনা যায়।

মোহনবাগান সচিব দেবাশিস দত্ত জানিয়েছিলেন এটিকে নাম খুব তাড়াতাড়ি সরবে আর সেটাই হলো। মূলত এসজি সঞ্জীব গোয়েঙ্কার নামের থেকে উৎপত্তি অতীতে আইপিএলে পুনে সুপার জায়ান্টস আর গত বছর থেকে তার আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসের নামের অর্থেই এসজি মোহনবাগান। মোহনবাগান সমর্থকদের স্বস্তি ফিরলো।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *