মিলল স্বস্তি! ওমিক্রন আক্রান্ত বালকের রিপোর্ট নেগেটিভ

এনএফবি, মালদহঃ

একদিন পরেই মিলল স্বস্তি। ওমিক্রন আক্রান্ত মুর্শিদাবাদের সাত বছরের বালকের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। একইসাথে আক্রান্ত শিশুটির পরিবারের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ। আজ মালদহ জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পাঁপড়ি নায়েক সংবাদ মাধ্যমকে এই কথা জানিয়েছেন। আক্রান্ত-সহ তার পরিবারের বাকি সদস্যদের শারীরিক অবস্থাও ভালো। শীঘ্রই তাদের মালদহ মেডিক্যাল হাসপাতাল থেকে বাড়িতে পাঠানো হবে বলে জানা গেছে।

পরিবারের সাথে আধু ধাবি বিমান বন্দর থেকে হায়দরাবাদ হয়ে কলকাতা বিমানবন্দরে এসেছিল আক্রান্ত বালকটি। বুধবার জানা যায় শিশুটি করোনার নয়া প্রজাতি ওমিক্রন আক্রান্ত। খোঁজ নিয়ে জানা যায়, শিশুটি মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার বেনিয়াগ্রামের বাসিন্দা হলেও সে মালদহের কালিয়াচকে তার মায়ের সাথে এক আত্মীয়র বাড়িতে আছে। অবশেষে আজকে জানা গেল তার করোনা রিপোর্ট নেগেটিভ।