এনএফবি, স্পোর্টস ডেস্কঃ
বিশ্বরেকর্ড গড়ে শ্রীলঙ্কাকে হারাল টিম ইন্ডিয়া। ৩১৭ রানে জিতল রোহিত শর্মা অ্যান্ড কোং। যা একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বড় রানের ব্যবধানে জয়। এর আগে এই রেকর্ড ছিল নিউজিল্যান্ডের দখলে। ২০০৮ সালে আবেরদিনে আয়ারল্যান্ডকে ২৯০ রানে হারিয়েছিল তারা।
বিরাট কোহলি (১১০ বলে ১৬৬ অপরাজিত) ও শুভমান গিলের (৯৭ বলে ১১৬) জোড়া শতরানে ভর করে পাঁচ উইকেটে ৩৯০ রান তুলেছিল ভারত। জবাবে ৭৩ রানেই শেষ শ্রীলঙ্কা। ৩২ রানে চার উইকেট নেন মহম্মদ সিরাজ। সফল কুলদীপ যাদব (২/১৬) ও মহম্মদ শামিও (২/২০)। তবে চোটের জন্য শ্রীলঙ্কার আশেন বান্দারা ব্যাট করতে পারেননি।
1 thought on “রেকর্ড গড়ে শ্রীলঙ্কা বধ টিম ইন্ডিয়ার”
Comments are closed.