জেলা

‘চৈতালি’র জেরে বিপাকে লঙ্কা চাষীরা

এনএফবি, জলপাইগুড়িঃ

বুধবারের চৈতালি ঝড়ে ব্যাপক ক্ষতির মুখে কাঁচা লঙ্কা চাষীরা। গত বুধবার সকাল পর্যন্ত অন্যান্য কৃষকদের মতো কিছুটা লাভের আশা রেখেছিলেন সুকান্ত নগরের স্বপন সরকার। কিন্তু গোধূলিতে ধেয়ে আসে চৈতালি ঝড় সঙ্গে শীলা বৃষ্টি। ফলে নিমেষেই বিঘার পর বিঘা জমির লঙ্কা গাছ ঝোড়ো হাওয়া এবং শীলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এছাড়াও তিস্তা পাড়ে কম বেশী প্রায় ১৫ বিঘা জমির ফসল সহ লঙ্কা গাছ ক্ষতিগ্রস্থ হয়।

শুক্রবার সকালে নিজের ক্ষতিগ্রস্ত লঙ্কা ক্ষেতে দাঁড়িয়ে কৃষক, স্বপন সরকার জানান, রোগ পোকার হাত থেকে গাছ বাঁচাতে মালচিং পদ্ধতিতে লঙ্কা চাষ করেনা তিনি। কিন্তু হঠাৎ আসা এই কালবৈশাখী লাভের গুড় পিঁপড়ের খাওয়ার মত অবস্থার সৃষ্টি করেছে।

নিউজ ফ্রন্ট বাংলার অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন টি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।