মহানগর

ড্রপ আউট রোধে পড়ুয়াদের আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান

এনএফবি, কলকাতাঃ

অর্থিক অনটনের কারণে শিক্ষাঙ্গন থেকে ছিটকে যায় বহু পড়ুয়া। সেই সমস্যার সমাধানে দীর্ঘদিন থেকে উদ্যোগী ‘পশ্চিম বঙ্গীয় মারোয়াড়ি সম্মেলন শিক্ষাকোষ’। এই সংগঠনের উদ্যোগে শনিবার ৩৪তম স্টাইপেইন প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হল ‘ধনধান্য অডিটোরিয়ামে’।
এ দিনের এই অনুষ্ঠান থেকে ৫৫টি স্কুলের ৩৬০ জন ছাত্র এবং ৩১০ জন ছাত্রী-সহ মোট ৬৭০ জন শিক্ষার্থীকে স্কুল ফি প্রদান করা হয়।

শনিবারের এই আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, ভারত সেবাশ্রম সংঘের সাধারণ সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ-সহ বিশিষ্টজনেরা। উপস্থিত অতিথি ও বিশিষ্টজনেরা মহতী এই উদ্যোগের প্রশাংসা করেন। একইসঙ্গে পড়ুয়াদের জ্ঞানের আলোকে আলকিত হয়ে উঠতে উৎসাহিত করেন।

শিক্ষা কোষের সভাপতি শ্রী ব্রহ্মানন্দ আগরওয়ালা এবং সেক্রেটারি মনীশ বাজাজ তাদের উদ্বোধনী ভাষণে সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানান। পাশাপাশি তাঁরা জানান, সংগঠনটি ছাত্রদের ক্ষমতায়ন এবং শিক্ষার প্রতিবন্ধকতা দূর করার লক্ষ্যে অবিচল।