জেলা

রোজা উপলক্ষে বেড়েছে বিক্রি, মুখে হাসি ফল ব্যবসায়ীদের

এনএফবি, আলিপুরদুয়ারঃ

রমজান উপলক্ষে বেড়েছে বিক্রি। হাসি ফুটেছে ফল ব্যবসায়ীদের মুখে। শুক্রবার থেকে শুরু হয়েছে রমজান মাসের রোজা। এই সময়ে ত্রিশ দিন ব্যাপী ইসলাম ধর্মালম্বীরা সারাদিন উপবাস করেন। সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে ইফতারে ফলমূল খেয়েই রোজা শেষ হয়।

তাই সময়ে ফলমূলের চাহিদা থাকে অনেক বেশি। আর এতেই বিক্রি ভালো হওয়ার আশায় ফালাকাটার ফল ব্যবসায়ীরা। ফালাকাটা শহরের বাজার-সহ সংশ্লিষ্ট ব্লকের বিভিন্ন এলাকার বাজারে গেলেই চোখে পড়বে বহু ফলের দোকান। চাহিদা থাকায় ফলের দামও কিছুটা বেড়েছে।

ফালাকাটা বাজারের এক ফল ব্যাবসায়ী বলেন, রমজানের এক মাস ভালোই ব্যবসা হয়। বিক্রি ভালো হয়। তাই ফলের দামও একটু বেশি থাকে। বর্তমানে আঙ্গুর, আপেল, কলা, বিশেষ করে খেজুরের চাহিদা রয়েছে খুব বেশি।