ক্রীড়া

ভারতীয় বুকিরা স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেয়, অভিযোগ টেলরের

অঞ্জন চ্যাটার্জী, এনএফবিঃ

ভারতীয় বুকিরা স্পট ফিক্সিং করার প্রস্তাব দেন তাকে। এমনই কড়া অভিযোগ করলেন প্রাক্তন জিম্বাবোয়ের উইকেট কিপার বেন্ডন টেলর। এদিন টুইট করে টেলর জানান, ভারতীয় এক ব্যবসায়ী টেলরকে আন্তর্জাতিক ম্যাচে স্পট ফিক্সিংয়ের প্রস্তাব দেন। এছাড়াও টেলরকে মাদক গ্রহণে বাধ্য করে, পরে হুমকিও দেন সেই ব্যবসায়ী।
২০১৯ সালের অক্টোবর মাসে অর্থনৈতিক টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছিল জিম্বাবোয়ের ক্রিকেট বোর্ড। সেই সময়ে ক্রিকেটারদের অবস্থা ভালো ছিল না, তাই প্রাক্তন জিম্বাবোয়ে অধিনায়ক একটি লিগ করতে চান। সেই সময়ে টেলর জানান,”জিম্বাবোয়েতে একটি টি-টোয়েন্টি প্রতিযোগিতার সম্ভাব্য লঞ্চের বিষয়ে আলোচনা করতে ভারতে যাওয়ার জন্য ডাকা হয়েছিল।” প্রাক্তন উইকেটরক্ষক দাবি করেছেন যে, তিনি ছয় মাস ধরে জিম্বাবোয়ে ক্রিকেট দ্বারা অর্থ প্রদান না করার প্রেক্ষাপটে ব্যক্তির অনুরোধটি গ্রহণ করেছিলেন। ভারতে অবস্থানের শেষ দিনে উল্লিখিত ব্যবসায়ী এবং তার সহকর্মীরা তাকে একটি উদযাপনের ডিনারে নিয়ে যাওয়ার পরে ঘটনাটি নাটকীয় মোড় নেয়। “পরদিন সকালে সেই লোক আমার হোটেল রুমে ঢুকে আমাকে ভিডিও (মাদক গ্রহণের) দেখিয়ে বলে আমি যদি আন্তর্জাতিক ক্রিকেটে তাদের হয়ে স্পট ফিক্সিং না করি তখন তা ছড়িয়ে দেওয়া হবে। সেখানে ৬ জন মানুষ ছিল, আমি নিজের নিরাপত্তার কথা ভেবে বেশ ভয় পেয়ে যাই। পরবর্তীতে আমাকে ১৫০০০ মার্কিন ডলার দেওয়া হয় এবং বলা হয় যে কাজ (ফিক্সিং) শেষ হলে আরও ২০০০০ মার্কিন ডলার দেওয়া হবে। আমি সেই টাকা নিতে বাধ্য হই কারণ আমাকে প্লেনে চড়ে ভারত ত্যাগ করতে হবে, আমার হাতে অন্য কোনো উপায় ছিল না।” ঘটনার ৪ মাস পর আইসিসিকে সবকিছু জানান টেলর। তবে এতকিছুর পরেও তিনি কোনো প্রকার ফিক্সিংয়ের সাথে জড়িত ছিলেন না বলেই জানিয়েছেন।

আরও পড়ুনঃ ডার্বির আগে চার গোলের মালা পরলো এসসি ইস্টবেঙ্গল।